Pages

Tuesday, October 23, 2012

আমার খুব বাংলা লিখতে ইচ্ছা করছে ।

আমার খুব বাংলা লিখতে ইচ্ছা করছে । জয় বাবা গুগল ।
যাই হোক , আজ ফেইসবুক এ সব বন্ধুদের ছবি দেখে খুব মন খারাপ লাগছিল।পুজো season এর এই ঝামেলা। সবাই সেজে গুজে বেরিয়ে ছবি তুলে পোস্ট করে এবং আমার মতো যারা বাইরে আছে দেশ ছাড়া হয়ে , এবং হটাত করে যাদের গার্ডিয়ান -রা এই কুক্ষণেই স্বদেশ যাত্রা করে, তাদের খুবই  মন খারাপ হব স্বাভাবিক। আমার ও হয়েছিল। তবে বন্ধুদের জন্য কম, আর বিভিন্ন খাদ্য দ্রব্য দেখে বেশি। তাও ভাগ্য ভালো কিছু রান্না শিখেছি নয়তো পুজোর সেই একটা দিন ও পাউরুটি খেয়ে কাটাতে হত। 
বাড়ির মিসিং লিস্ট :
অবশ্যই মা বাবা ভাই জেঠু জেঠি, দাদা, ঠাকুমা মাসি গণ  : যদিও skype এর দয়া তে অতটাও মিস করি না - রোজ এ ভিডিও তে দেখছি- গেলে তো মিস করবো। 
বন্ধুরা : যদিও ফেইসবুক এর দয়া তে সামান্য কম মিস করি। তবে বাড়ি গিয়ে আড্ডা দেবা আর মেসেজ এর জন্য অপেক্ষা করার মধ্যে পার্থক্য আছে ।
পুজো : কোথায় এখান-এর এই এক দিন এ নাম মাত্র পুজো আর কথায় ওখানকার এক মাস এর ইউফোরিয়া । পুজোর নতুন জামা কেনা তো এখানে লাটে উঠেছে। 
বাংলা গল্পের বই : আমি এক মূর্তিমান ,যে এতদূর এ টেনি -দার বই টা বয়ে নিয়ে এসেছি। কিন্তু এক এ বই আর কতবার পরা যায় ?
খাবার : রান্না করতে শিখেছি বাস , শেফ তো হয়ে যাইনি। তাই শেষ মোগলাই তা পাঁচ বছর আগে খাব হয়েছিল। ফুচকা র কথা তো বাদ দিলাম। খালি কুল এর আঁচার এর সন্ধান পেয়েছিলাম কিছু দিন আগে ..courtesy বাংলাদেশ। তাও আবার মা শুনে বললো ," সরস্বতী পুজো 'র আগে কুল খাবি? খাস না , বারণ। কপাল। 
গান এর দিদিমুনি : ইসসস ১০ বছর এসে গান শিখিয়ে গেল প্রত্যেক মঙ্গলবার ওদিকে আমার কিচ্ছু মনে নেই। গান এর খাতা টার ই বা কি হলো কে জানে। আশাকরি হারায়নি। প্রাকটিস করি চাই ফাকি মারি, ছিল তো ১০ বছর এর combined শিক্ষা। মা কে বললে খচে যাবে যদিও। "এতদিন প্রাকটিস করনি, এখন মনে খই ফুটছে হতাৎ ? প্রেম করেছ বুঝি? কে সেই ছেলে? নিশ্চই তোর্ ওই স্কুল এর ছেলে টা ...সারাদিন ফাজলামি করতো আর তোকে ফোন করে তোকে ও পড়তে দিত না। আমি জানতাম এই হবে ! ওর জন্যই তর মাধমিক পরীক্ষা বাজে গেছিলো ....এখনো করবি বাজে। আমি কি করবো , যা মনে আসে কর।"

হতাৎ করে আর মিস করছি না। lol